আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত গর্বের একটি জায়গা। বাংলাদেশসহ পুরো পৃথিবীতে বাংলাদেশ সেনাবাহিনীর যথেষ্ট সুনাম রয়েছে।জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সেনাবাহিনীর সাম্প্রতিক তাদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে আপনিও যদি যোগ্যতা থাকে তাহলে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদানের মাধ্যমে গৌরবের একটি পেশায় যোগ করতে পারেন। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল।
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৪
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী
চাকুরীর ধরণ: সরকারী
মোট পদ সংখ্যা:
আবেদন শুরু: ২১ ডিসেম্বর ২০২৪
আবেদন শেষ: ৩১ জানুয়ারি ২০২৫
আবেদন লিংক: http://sainik.teletalk.com.bd/
আবেদন: একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা স্বাপেক্ষে সাধারণ (GD), করণিক (CLK) এবং আর্মোরার (ARMR) ট্রেডে আবেদন করতে পারবেন। এছাড়া, এমওডিসি সদস্যদের সন্তানগণও (MS) প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে এসএমএস ও অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট ৩০০/- টাকা (ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০/- এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০/-) কর্তন করা হবে।
আবেদন করার যোগ্যতা সমূহ:
শিক্ষাগত যোগ্যতা:
(১) সাধারণ ট্রেড (GD)। এসএসসি/সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ-২.০০ পেয়ে উত্তীর্ণ।
(২) করণিক ট্রেড (CLK)। এসএসসি/সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ।
৩) আর্মোরার ট্রেড (ARMR)। এসএসসি/সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ (বিজ্ঞান বিভাগ)।বব
বয়স: ১৬ মার্চ ২০২৫ তারিখে ১৭ বছরের কম এবং ২৫ বছরের বেশি হবে না (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
ওজন: ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড)।
বুকের মাপ: স্বাভাবিকঃ ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), স্ফীত ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)।
চোখ: ৬/৬ এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন (বর্ণান্ধ গ্রহণযোগ্য নয়)।
স্বাস্থ্য পরীক্ষা। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য।
সাঁতার: সাঁতার জানা অত্যাবশ্যক (নূন্যতম ৫০ মিটার)।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত (বিপত্নীক/বিবাহ বিচ্ছেদকারী/তালাকপ্রাপ্ত নয়)।
এসএমএস ও অনলাইন এর মাধ্যমে আবেদনের নিয়মাবলী:
১ম ধাপ: ভর্তিচ্ছুক প্রার্থীকে প্রথমে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদন (এসএমএস) করতে হবে। এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে ভর্তির জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে ১৬২২২ নম্বরে এসএমএস প্রেরণ করতে হবেঃ
১। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে। সাধারণ প্রার্থীগণ যোগ্যতা থাকা সাপেক্ষে সাধারণ ট্রেড (GD), করণিক (CLK) এবং আর্মোরার (ARMR) ট্রেডে আবেদন করতে পারবেন।
প্রথম এসএমএস: MODC1ST THREE LETTERS OF SSC BOARDROLLPASSING YEAR DISTRICT CODE TRADE CODE
উদাহরণ: MODC DHA 236098 2022 34 GD (ঢাকা বোর্ডের জন্য DHA, কারিগরী বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)
২। এমওডিসি সন্তান (MS) প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে। এমওডিসি সদস্যদের সন্তানগণ (MS) যোগ্যতা থাকা সাপেক্ষে সাধারণ ট্রেড (GD), করণিক (CLK) এবং আর্মোরার (ARMR) ট্রেডে আবেদন করতে পারবেন।
প্রথম এসএমএস: MODC1ST THREE LETTERS OF SSC BOARDROLLPASSING YEAR DISTRICT CODE MS TRADE CODE
উদাহরণ: MODC KHU 236098 2022 34 MS CLK (খুলনা বোর্ডের জন্য KHU, কারিগরী বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)
২য় ধাপ: ৩। প্রথম এসএমএস প্রেরণের পর প্রার্থীর তথ্য যাচাই বাছাই করতঃ টেলিটক কর্তৃক যোগ্য প্রার্থীকে একটি পিন নম্বর সম্বলিত এসএমএস প্রদান করা হবে। পিন নম্বর প্রাপ্তি সাপেক্ষে সংশ্লিষ্ট প্রার্থী আবেদন করতে ইচ্ছুক হলে পুনরায় নিম্নবর্ণিতভাবে ২য় এসএমএস প্রেরণ করতে হবে। উল্লেখ্য ২য় এসএমএস প্রেরণের সময় ভর্তি পরীক্ষার ফি বাবদ ৩০০/- টাকা কর্তন করা হবে বিধায় মোবাইল ব্যালেন্স ৩০০/- টাকার অধিক থাকা আবশ্যক।
দ্বিতীয় এসএমএস: MODCYESPIN NUMBERCONTACT MOBILE NUMBER and send to 16222
উদাহরণ: MODC YES 236098 01XXXXXXXXXXXX and send to 16222
৩য় ধাপ: ৪। ২য় এসএমএস প্রেরণের পর প্রার্থীকে টেলিটক কর্তৃক একটি USER ID ও Password প্রদান করা হবে। উক্ত USER ID ও Password দ্বারা এ http://modc.teletalk.com.bd লগইন করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের ক্ষেত্রে প্রার্থীর ৩০০x৩০০ (দৈর্ঘ ও প্রন্থ) Pixel এর রঙিন ছবি আপলোড করতে হবে। ফাইল সাইজ সর্বোচ্চ ১০০ কেবি (kb) এর মধ্যে হবে।
প্রবেশপত্র ডাউনলোড এর নিয়ম:
৫। অনলাইনে আবেদন ফরম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। উল্লেখ্য, আবেদনের ০৭ দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না।
৬। প্রার্থী কর্তৃক পূরণকৃত সকল তথ্যই প্রবেশপত্রে প্রদর্শিত হবে। তাই প্রবেশপত্রসহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রণের সুযোগ প্রদান করা হবে না। প্রতারক চক্র থেকে দূরে থাকার জন্য গোপনীয়তা রক্ষার লক্ষ্যে পরীক্ষার তারিখ প্রবেশপত্রে উল্লেখ করা হবে না।
৭। প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষার ৭২ ঘন্টা পূর্বে টেলিটক কর্তৃক এসএমএস এর মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানানো হবে।
নোটিশ: সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোন সুযোগ নেই। আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিয়ে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকুরীর যে কোন পর্যায়ে বহিষ্কার করা হবে।
আরো পড়ুন: শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি
Keywords: বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ, বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৪, বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার, বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার, বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ 2024, বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৪ pdf, বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৪ সৈনিক,
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার কবে দিবে, বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪, bangladesh army job circular, bangladesh army job circular 2024, bangladesh army job circular, bangladesh army job circular, bangladesh army job circular 2025, bangladesh army job circular 2024 pdf download, job circular, job circular 2024, govt job circular, government job circular 2024, bangladesh job circular 2024, govt job circular 2024,