Bangla Nexa

সেলফিন একাউন্ট খোলার নিয়ম। সেলফিন চার্জ ও সুযোগ ‍সুবিধা। Best No 1 Banking App.

আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব সেলফিন একাউন্ট খোলার নিয়ম। সেলফিন চার্জ ও সুযোগ ‍সুবিধা নিয়ে। সেলফিন হল ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি এর অফিশিয়াল অ্যাপ। আপনারা এই অ্যাপ ব্যাবহার করে কি কি করতে পারবেন। কি কি সুযোগ সুবিধা বা অসুবিধা আছে আপনারা সবগুলো নিয়ে আলোচনা করব। আপনি যদি ব্যাংক এর অ্যাপ ব্যাবহার এ এডভান্স হন তাহলে আপনি ব্যাংক থেকে অনেক বেশি সুযোগ সুবিধা পাবেন। তাহলে চলুন দেখে নেই সেলফিন অ্যাপ এর সকল ফিচারগুলো।

সেলফিন একাউন্ট খোলার নিয়ম

সেলফিন হল ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর একটি অ্যাপ। অনলাইন ব্যাংকিং এর জন্য তাদের আরো অ্যাপ রয়েছে। তাদের অনলাইন ব্যাংকিং এর জন্য আই স্মার্ট হচ্ছে প্রথম অ্যাপ। তবে বর্তমান এ আই স্মার্ট থেকে সেলফিন অনেক ভালো সেবা দিয়ে যাচ্ছে। নতুন নতুন অনেক গুলো ফিচার এখানে আছে। এমনকি আপনার যদি কোন ব্যাংক একাউন্ট নাও থাকে আপনি সেলফিন ব্যাবহার করতে পারবেন। আপনি সেলফিন একটা ব্যাংক এর মতো ব্যাবহার করতে পারবেন। আপনি এর পাশাপাশি সেলফিন এ ব্যাংক একাউন্ট বা কার্ড এড করলে সেগুলো ও আপনি সেলফিন এর মাধ্যেমে ব্যাবহার করতে পারবেন।

সেলফিন একাউন্ট খোলার নিয়ম।

আমাদের সেলফিন ব্যাবহার করতে হলে প্রথম এ সেলফিন অ্যাপ ডাউনলোড করতে হবে। আপনারা গুগল এ বা প্লে স্টোর এ ডাউনলোড করলেই এই অ্যাপ টা পেয়ে যাবেন। আমি নিচে প্লে স্টোর এর ডাউনলোড লিংক এড করে দিচ্ছি।

অ্যাপ ডাউনলোড: প্লে স্টোর থেকে ডাউনলোড করুন

ডাউনলোড করার পর প্রথম এ আমাদরে সেলফিন এ একাউন্ট করত হবে। পরবর্তী তে আমাদরে এখানে ব্যাংক বা কার্ড এড করতে হবে। আপনার যদি অলরেডি কোন ব্যাংক একাউন্ট থাকে সেটা হউক ব্রান্স বা এজেন্ট এ আপনি ব্যাংক একাউন্ট দিয়ে সেলফিন এ একাউন্ট করতে পারবেন। যদি আপনার কোন ব্যাংক একাউন্ট না থাকে তাহলে আপনি জাতীয় পরিচয় পত্র তথা আইডি কার্ড দিয়ে একাউন্ট করতে পারবেন। আপনার এটা প্রথম এ হয়তো একটু রিভিউ অবস্থায় থাকতে পারে। এটা এপ্রুভ হয়ে গেলে আপনি সেলফিন ব্যাবহার করতে পারবেন।

সেলফিন অ্যাপ দিয়ে ইসলামি ব্যাংক এর একাউন্ট খোলার নিয়ম।

সেলফিন অ্যাপ দিয়ে ঘরে বসে আপনি ব্যাংক একাউন্ট খুলতে পারবেন। সেলফিন দিয়ে কি কি একাউন্ট খোলা যায় তার লিস্ট আমি দিয়ে দিব। ব্যাংক একাউন্ট খোলার জন্য প্রথম এ আমাদরে সেলফিন এ একাউন্ট করতে হব। তারপর ওখানে Open A/C নামে একটা অপশন পাবেন আমাদের এখানে যেতে হবে।

সেলফিন একাউন্ট খোলার নিয়ম

এখানে আমাদের প্রথম এ কি ধরনের একাউন্ট খুলতে চাই এটা সিলেক্ট করতে হবে। পরবর্তী তে আমাদের ব্রন্স সিলেক্ট করতে হবে। ব্রন্স সিলেক্ট করার সময় সতর্কতা অবলম্ভন করবেন। এমন ব্রন্স সিলেক্ট করবেন যেখানে আপনার জন্য যাওয়া সহজ হবে। কারন পরবর্তী তে আপনারা ব্রন্স এ গিয়ে সকল তথ্য ও নেবা নিতে পারবেন। ব্রান্স সিলেক্ট করার পর আপনারা নমনীর তথ্য দিয়ে সাবমিট করলেই আপনার একাউন্ট রিভিউ তে চলে যাবে। তারপর এটা এপ্রুভ হলে আপনাকে ম্যাসেজ করে জানিয়ে দেওয়া হবে। আপনার একাউন্ট এপ্রুভ হলে আপনি সকল প্রকার লেনদেন করতে পারবেন।

সেলফিন অ্যাপ দিয়ে কি কি একাউন্ট করা যায়।

আপনারা জানেন যে প্রত্যেকটা ব্যাংক এর অনেক রকম একাউন্ট রয়েছে। আপনি সেলফিন অ্যাপ দিয়ে অনেক ধরনের একাউন্ট তৈরি করতে হবে। আপনি কি একাউন্ট করতে পারবেন। তার একটা লিস্ট নিচে দেওয়া হল।

  • Mudaraba Savings Account (MSA)
  • Students Mudaraba Savings Account (SMSA)
  • Mudaraba Special Savings Account (MSSA)
  • Mudaraba Monthly Profit Deposit Account (MMPDA)
  • Mudaraba Industrial Employee Savings Account (MIESA)
  • Mudaraba Payroll Account (MPA)
  • Mudaraba Hajj Savings Account (MHSA)
  • Mudaraba Muhor Savings Account (MMSA)

এই ট্রামস গুলো অনেক এ বুঝতে পারবে না। সহজ এ যদি বলি আপনি সাধারন লেনদেন এর জন্য যে একাউন্ট খুলেন তা খুলতে পারবেন। ডিপিএস খুলতে পারবেন। স্টুডেন্ট একাউন্ট খুলতে পারবেন। এছাড়াও বেস কিছু একাউন্ট খুলা যাচ্ছে। তবে সেলফিন ব্যাবহার করে আপনি কারেন্ট একাউন্ট খুলতে পারবেন না।

সেলফিন অ্যাপ এর সুযোগ সুবিধা।

সেলফিন অ্যাপ এর অনেক সুযোগ সুবিধা রয়েছে। আপনি সব ব্যাংক এর অ্যাপ এ আপনি এই সুযোগ পাবেন না। সেলফিন অ্যাপ এর সুযোগ সুবিধা গুলো হলো।

  • ব্যাংক একাউন্ট খুলতে পারবেন।
  • আপনি যেকোন ব্যাংক এর কার্ড থেকে অ্যাড মানি করতে পারবেন।
  • যেকোন ব্যাংক এ টাকা পাঠাতে পারবেন।
  • নগদ ও বিকাশ এ ফান্ড ট্রান্সফার করতে পারবেন।
  • প্লেন, বাস ও ট্রেন এর টিকিট কাটতে পারবেন।
  • জিপি সিম দিয়ে ডাটা ছাড়াও সেলফিন অ্যাপ ব্যাবহার করা যায়।
  • যেকোন অপারেটর এ মোবাইল রিচার্জ করতে পারবেন।
  • ব্যাংক এর ব্রান্স, সাব ব্রান্স, এটিএম, এজেন্ট আউটলেট থেকে টাকা তুলতে পারবেন।
  • রেমিটেন্স এর টাকা রিসিভ করতে পারবেন।
  • ব্যাংক স্টেটমেন্ট দেখতে ও পিডিএফ ডাউনলোড করতে পারবেন।

সেলফিন অ্যাপ এর অসুবিধা সমূহ।

  • ঘরে বসে একাউন্ট বা কার্ড এড করলেও এপ্রভ নিতে ব্রান্সে যেতে হবে।
  • ডিপিএস অপেন করতে পারলেও ক্লোস করতে পারবেন না। ব্যাংক এ গিয়ে করতে হবে।
  • ডিভাইস চেন্জ করলে ও অনেক সময় ব্যাংক এ গিয়ে নতুন ডিভাইস একটিভ করতে হয়।
  • সেলফিন দিয়ে একাউন্ট খুললে লেনদেন এর লিমিট কম থাকে। তাই ব্রান্স এ গিয়ে বাড়িয়ে নিতে হয়।

সেলফিন অ্যাপ এর ফিচার অনেক সুন্দর ও ইউজার ফ্রেন্ডলি। আশা করি এই অ্যাপ টা ব্যাবহার করে আপনাদের ভালো লাগবে। আশা করি আপনারা সেলফিন একাউন্ট খোলার নিয়ম ও ব্যাবহার এর নিয়ম বুঝতে পারছেন।

আরো পড়ুন: বাংলাদেশের কোন কোন ব্যাংক বন্ধ হবে।

কিওয়ার্ড: সেলফিন, সেলফিন একাউন্ট খোলার নিয়ম, সেলফিন অ্যাপ, সেলফিন হেল্পলাইন, সেলফিন চার্জ, সেলফিন অ্যাপস, সেলফিন থেকে টাকা উত্তোলন, সেলফিন একাউন্ট, সেলফিন নাম্বার পরিবর্তন, সেলফিন অ্যাপ ডাউনলোড, সেলফিন একাউন্ট খোলার নিয়ম, সেলফিন একাউন্ট খোলার নিয়ম ও একটিব করার নিয়ম,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top