আসসালামু আলাইকুম। সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যাওয়ার উপায়। দক্ষিণ কোরিয়া যাওয়ার নিয়ম। আজকে আমরা আলোচনা করব দক্ষিন কোরিয়া নিয়ে। যারা দক্ষিন কোরিয়ায় যাওয়ার জন্য আগ্রহী তাদের অনুরোধ করব শুরু থেকে শেষ পযন্ত পড়ার জন্য তাহলে আপনার অনেক কিছু জানতে পারবেন।
Table of Contents
সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যাওয়ার উপায়
দক্ষিন কোরিয়া নিয়ে বিস্তারিত তথ্য।
দেশের নামঃ: দক্ষিন কোরিয়া
দেশের আয়তন: 100,210 km²
দেশের মোট জনসংখ্যা: 51.63 million
ভাষা: কোরিয়ান ভাষা
দক্ষিন কোরিয়া হচ্ছে এশিয়ার মধ্যে অন্যতম ধনী একটি দেশ। বাংলাদেশ এর লাখ লাখ শ্রমিক বিভিন্ন পেশায় এদেমৈ কাজ করে। বাংলাদেশ থেকে প্রতিবছর সরকারি ভাবে এদেশে লোক পাঠানো হয়। দক্ষিন কোরিয়া হচ্ছে একমাএ দেশ যেখানে বাংলাদেশ থেকে বেসরকারি থেকে সরকারি ভাবে বেশিরভাগ লোক যায়। এর ফলে অন্যান্য দেশে যাওয়ার চাইতে এখানে যেতে খরচ অনেক কম লাগে এবং প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে না।
বাংলাদেশ এর সরকারি প্রতিষ্ঠান বোয়েসেল এর মাধ্যমে সাধারনত দক্ষিন কোরিয়ায় লোক নেওয়া হয়। তবে কিছু মানুষ বেসরকারি ভাবে ও দক্ষিন কোরিয়ায় যায়। তাদের খরচ সরকারি ভাবে যাওয়ার চাইতে অনেক বেশি হয়। দক্ষিন কোরিয়ায় যারা যায় তাদের বেতন মিডিলইষ্ট এ যারা যায় তাদের তুলনায় অনেক বেশি হয়। আর সরকারি ভাবে গেলে তাদের তুলনায় খরচ অনেক কম লাগে।
সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যাওয়ার উপায়।
দক্ষিন কোরিয় যেতে হলে সবচেয়ে বেশি যে জিনিস টা দরকার তা হলো কোরিয়ান ভাষা শিক্ষা। জাপান আর দক্ষিন কোরিয়া হল এমন দেশ যে দেশে যেতে হলে তাদের ভাষা আপনাকে শিখে তারপর যেতে হবে। আপনার ভাষা শিক্ষা ছাড়া সেদেশে যেতে অনেক সমস্যার মুখোমুখি হতে হবে। আপনি যদি কোন ভাবে টাকা খরচ করে ভাষা শিক্ষা ছাড়া সেখানে যান ও আপনার সেখানে গিয়ে অনেক বড় সমস্যার মুখে পড়তে হবে। কারন আপনি কারো সাথে কথা বলতে পারবেন না।
দক্ষিন কোরিয়া বলেন কিংবা জাপান বলেন তারা সচরাচর ইংরেজি তে কথা বলে না। তারা তাদের দেশের ভাষাকে অনেক সম্মান করে এবং সব মানুষ ই তাদের নিজেদের ভাষায় কথা বলে। তাই আপনাকে সেখানে চলাফেরা কিংবা কাজ করতে হলেও তাদের ভাষা আপনাকে যানতে হবে।
এখন আসি আপনি কিভাবে যাবেন। প্রথম কথা হল আপনি যে চাইলেই সরকারি ভাবে সেখানে যেতে পারবেন এটা কিন্তু নয়। আপনি দক্ষিন কোরিয়া যেতে পারবেন কিনা মোটা দাগে এটা দুইটি জিনিস এর উপর নির্ভর করে। প্রথম টা হলো আপনার ভাগ্য আর দ্বিতীয় টা হলো আপনার পরিশ্রম। আমি ভাগ্য কে এখানে প্রথম এ বলেছি এর কারন আছে,,, মনে করেন আপনি অনেক পরিশ্রম করে দক্ষিন কোরিয়ার ভাষা শিখলেন। কিন্তু আপনি লটারি পেলেন না তাহলে কিন্তু আপনি দক্ষিন কোরিয়া যেতে পারবেন না। দক্ষিন কোরিয়া যেতে হলে আপনাকে লটারি তে আবেদন করতে হবে এবং বিজয়ী হতে হবে। লটারি একটা ভাগ্য এটা তো সকলেই জানেন।
যেহতু আমাদের অনেক টা ভাগ্যর উপর নির্ভর করে তাই আমি ভাগ্য কে এখানে প্রথম এ রেখেছি। এখন মনে করেন আপনি ভাগ্য ক্রমে লটারি পেলেন এখন আপনাকে সবার প্রথম যা করতে হবে তা হলো ভাষা শিখতে হবে। তাদের যে স্যালেবাস আছে আপনাকে তা কম্পিলিট করতে হবে। পরিক্ষা দিয়ে পাস করতে হবে এবং ভালো নাম্বার পেতে হবে। এর মাঝখানে বেস কিছু কাজ রয়েছে ফি দেওয়া প্রবেস পএ নেওয়া এই কাজ গুলো বোয়েসেলের দেওয়া টাইম অনুযায়ী করতে হবে।
Boesl: Click to visite boesl
দক্ষিন কোরিয়া লটারি আবেদন।
লটারি তে আবেদন করতে হলে আপনাকে বোয়েসেল থেকে আবেদন করতে হবে। একটা কথা মনে রাখবেন এখানে আবেদন করার টাইম কিন্তু অনেক কম থাকে। যেমন আমরা সাধারন জব এ ২/৩ মাস ধরে আবেদন করতে পারি এখানে কিন্তু এমন নয়। এখানে আপনি মাএ এক দুই দিন আবেদন করতে পারবেন। যেমন: জানুয়ারী এর ১০ তারিখ আবেদন শুরু হলো ১১ তরিখ এর পর ই বন্ধ হয়ে যাবে। তাই আবেদন বা সকল নোটিশ পেতে আপনি কিছু কাজ করতে পারেন।
- নিয়মিত বোয়েসেল এর ওয়েবসাইট অপেন করে দেখা।
- বোয়েসেল এর ফেসবুক পেজ ফলো করে রাখা।
- কোরিয়া ও বোয়েসেল রিলেপেড কিছু একটিভ ফেসবুক গ্রুপ এ জয়েন থাকা।
- কোরিয়া ও বোয়েসেল রিলেপেড কিছু একটিভ চ্যানেল ফলো রাখা।
- আপনার এসব চ্যানেল ও পেজ এর নোটিফিকেশন অন রাখতে হবে।
- আপনার মতো যারা আগ্রহী তাদের সাথে যোগাযোগ রাখা।
- সবসময় বোয়েলে এর নোটিশ ফলো করবেন।
Read More: দ্রুত চাকরি পাওয়ার উপায়
সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যাওয়ার উপায়।
যারা লটারি পায় তাদের প্রথম এ রেজিট্রেশন করতে হয়। আগে অফলাইন এ করতে হত কিন্তু এখন অনলাইন এ করা যায়। তারপর ভাষা পরিক্ষা দিতে হয়। এখানে ২০০ নাম্বার এ পরিক্ষা হবে। তারপর যারা বেশি নাম্বার পাবে কোরিয়া এর যতজন লোক লাগবে তার উপর নির্ভর করে লোক সিলেক্ট করা হয়। এরপর হয় স্কিল টেষ্ট পরিক্ষা কিছু মানুষ সেখানে বাদ যায়। এভাবে সর্বশেষ যারা সিলেক্ট হয় তারা কোরিয়ায় যেতে পারে। পরিক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে চান তারা অনলাইন এ তাদের বই পাবেন ইউটিউব এ ভিডিও আছে তারা এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করতে পারেন।
লটারি ছাড়া কোরিয়া যাওয়ার উপায়।
লটারি হচ্ছে ভাগ্যর ব্যাপার। অনেক এ আছে অনেক ভালো ভাষা পারে কিন্তু ভাগ্যর কারনে লটারি পান না। তাদের মধ্যে অনেক এর সপ্ন হচ্ছে দক্ষিন কোরিয়া যাওয়া। দক্ষিন কোরিয়া আপনি লটারি ছাড়া ও যেতে পারবেন। বেস কিছু ভিসা ও পদ্ধিতি রয়েছে দক্ষিন কোরিয়া লটারি ছাড়া যাওয়ার। আমি সবার প্রথম বলব স্টুডেন্ট ভিসার কথা। আপনি যদি লটারি ছাড়া দক্ষিন কোরিয়া যেতে চান এটা আপনার জন্য অনেক ভালো চয়েস হতে পারে। আপনি লেখাপড়া করার জন্য দক্ষিন কোরিয়া গেলে আপনাকে কোন লটারি পেতে কিংবা আবেদন করতে হবে না। আপনি যদি ভাষা জানেন তাহলে সরাসরি মেইন কোর্স এ ভর্তি হতে পারবেন। এছাড়াও আপনি IELTS দিয়ে যেতে পারবেন। দক্ষিন কোরিয়ায় ভাষা কোর্স এ ও যেতে পারবেন।
আপনি যদি কাজের ভিসায় যেতে চান কিন্তু লটারি ছাড়া। তাহলে ও আপনি যেতে পারবেন। বাংলাদেশে বেস কিছু এজেন্সি রয়েছে যারা দক্ষিন কোরিয়া নিয়ে কাজ করে। তবে আপনার এভাবে দক্ষিন কোরিয়া যেতে অনেক খরচ হবে। তাই আপনাদের জন্য এটা ব্যায়বহুল হবে অনেক ক্ষেত্রে ইউরোপ এর যাওয়ার চাইতে ও বেশি। আপনি যাওয়ার আগে এজেন্সির সাথে ভালো করে কথা বলে নিবেন যে কত টাকা লাগবে। আপনাকে কি কাজ দেওয়া হবে। কত টাকা খরচ হবে তা নির্ভর করে আপনি কোন এজেন্সির মাধ্যেমে যাচ্ছেন তার উপর। তবে আমি যদি ধারনা দেওয়ার চেষ্টা করি তাহলে বলব আপনার সেখানে যেতে প্রায় 12-15 লক্ষ টাকা লাগতে পারে। এজেন্সি এর উপর নির্ভর করে এটা আরো কম বা বেশি হতে পারে।
আশা করি এই পোস্ট থেকে অনেক কিছু শিখতে পেরেছেন ও জানতে পারছেন। সর্বশেষ আপনাদের আমি বলব আপনার এখন থেকে অল্প করে কোরিয়ান ভাষা শিক্ষা শুরু করতে পারেন। ভাষা সম্পর্কে ধারনা রাখতে পারেন। যদি লটারি পান তাহলে আপনি ১০০% গুরুত্ব দিয়ে শিখবেন। যাদের সপ্ন দক্ষিন কোরিয়া তাদের জন্য উচিৎ হবে ভাষা শিখায় প্রতিদিন কিছু সময় দেওয়া আর সার্কুলার দিলে এপ্লই করা। আশা করি আপনারা বুঝতে পারছেন সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যাওয়ার উপায়। ধন্যবাদ সবাই কে।
Keyword: সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যাওয়ার উপায়, দক্ষিন কোরিয়া লটারি, সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যাওয়ার উপায়, দক্ষিন কোরিয়া ভিসা আপডেট, সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যাওয়ার উপায়,সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যাওয়ার উপায়, সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যাওয়ার উপায়, সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যাওয়ার উপায়,