আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে নতুন একটা এক নেটওয়ার্ক শেয়ার করব। এই অ্যাড নেটওয়ার্কে আপনারা ওয়েবসাইট এড করলে সাথে সাথে এপ্রুভাল পাবেন। যারা এডসেন্সের বিকল্প অ্যাড নেটওয়ার্ক খুঁজতেছে এটা তাদের জন্য ভালো একটা অপশন হতে পারে। এই ওয়েবসাইটের মাধ্যমে অনেক মানুষ ইনকাম করতেছে এবং এটাতে আপনি কাজ করলে ১০০ পার্সেন্ট পেমেন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে।
Table of Contents
Google adsense alternatives
এডসেন্সের বিকল্প প্রচুর এক নেটওয়ার্ক রয়েছে। তবে অনেক ওয়েবসাইট রয়েছে যে এড নেটওয়ার্ক গুলো আপনি যদি সেখান থেকে এড নেন তাহলে অনেক সময় অ্যাড শো করে না। আজকে আমি যে এড নেটওয়ার্কের নিয়ে আলোচনা করব এটাতেই সেই সমস্যাটা খুব একটা হয় না। আজকে আমরা যেই অ্যাড নেটওয়ার্ক নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে এডস টেরা। adsterra এটা অনেক জনপ্রিয় একটা ওয়েবসাইট এবং এই এড নেটওয়ার্কের মাধ্যমে প্রচুর মানুষ অনলাইন থেকে ইনকাম করছে। মজার ব্যাপার হচ্ছে আপনার যদি কোন ওয়েবসাইট নাও থাকে তাও আপনি এখান থেকে লিঙ্ক নিয়ে কাজ করতে পারবেন
সাইট: https://beta.publishers.adsterra.com/
Adsterra তে একাউন্ট করার উপায়।
লিংকে ক্লিক করার পর ওয়েব সাইটে নিয়ে যাবে প্রথমে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখানে অ্যাকাউন্ট তৈরি করা একদম সহজ। আপনি আপনার জিমেইল ব্যবহার করে একটা একাউন্ট তৈরি করবেন। অবশ্যই আপনার অরজিনাল নাম দিবেন। জিমেইল ব্যবহার করার সময় কোন স্প্যাম জিমেইল ব্যবহার করবেন না। যেই জিমেইলের এক্সেস আপনার কাছে রয়েছে অবশ্যই সেই জিমেইল ব্যবহার করবেন।
অ্যাকাউন্ট তৈরি করার পর যদি আপনার কোন ওয়েবসাইট না থাকে তাহলে আপনি সরাসরি ডাইরেক্ট লিংক অপশনে চলে যাবেন। সেখানে গিয়ে একটা লিংক তৈরি করে আপনি সেই লিংক নিয়ে মার্কেটিংয়ের কাজ করতে পারবেন। আর আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনি ওয়েবসাইট অপশনে গিয়ে আপনার ওয়েবসাইট এখানে সেট করবেন।
এখানে আপনি ওয়েবসাইট এড করার দুই মিনিটের মধ্যে এপ্রুভাল পেয়ে যাবেন। এপ্রুভ হওয়ার পর আপনি নতুন নতুন এড কোড তৈরি করতে পারবেন। পেট কোড গুলো তৈরি করে আপনার ওয়েবসাইটে প্লেস করলে দেখবেন যে ২ মিনিটের মধ্যে অ্যাড চলে আসছে। আপনার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের এড আপনি প্লেস করতে পারেন। এই অ্যাডের ভিউ হওয়ার সাথে সাথেই আপনার ইনকাম হওয়া শুরু হবে।
Adsterra থেকে কত টাকা ইনকাম করা যাবে।
এই ওয়েবসাইট তথা এড নেটওয়ার্ক থেকে আপনি কি পরিমাণ ইনকাম করতে পারবেন এটা বেশ কিছু জিনিসের উপর নির্ভর করে। সবার প্রথম নির্ভর করবে আপনার ওয়েবসাইটে কি পরিমাণ ট্রাফিক রয়েছে তার উপর। তারপর নির্ভর করবে আপনার ওয়েবসাইটের ট্রাফিক গুলো কোন দেশ থেকে আসে তার ওপর।
আপনার ওয়েবসাইটের বেশিরভাগ ট্রাফিক যদি ইউরোপা আমেরিকা থেকে আসে তাহলে আপনার ইনকাম ভালো হবে। ইউরোপা আমেরিকা থেকে যদি কম ট্রাফিক আসে তাহলে আপনার ইনকাম কম হবে।
আপনার ওয়েবসাইটের বেশিরভাগ ট্রাফিক যদি বাংলাদেশ ভারত থেকে আসে তাহলে আপনার ইনকাম অনেকটাই কম হবে। ভারত বাংলাদেশ সহ এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর সিপিএম রেট অনেক কম থাকে। এজন্য আমাদের এইসব দেশের ট্রাফিক থেকে ইনকাম কম হয়।
Adsterra থেকে ইনকাম করার উপায়।
Adsterra থেকে আপনি চাইলে বেশ কিছু পদ্ধতি অবলম্বন করে অনেক টাকা ইনকাম করতে পারবেন। প্রথম থেকেই যদি আপনার টার্গেট থাকে Adsterra তাহলে আপনি অনেক ফ্রিডম পাবেন। আপনি যদি এই এড নেটওয়ার্ক নিয়ে কাজ করেন তাহলে আপনি কপি-পেস্ট করলে কিংবা রোবট দিয়ে কনটেন্ট লিখলে কোন একটা সমস্যা হবে না। তাই আপনি যেকোনো দেশের যেকোন কনটেন্ট খুব সহজে লিখে ফেলতে পারবেন।
যেহেতু আপনি খুব সহজেই লিখতে পারবেন তাই আপনার উচিত হবে ইউরোপ আমেরিকা টার্গেট করে কাজ করা। তাহলে আপনার ওয়েবসাইটে আপনি খুব সহজে ট্রাফিক পাবেন এবং উন্নত দেশে ট্রাফিক পাবেন। এর ফলে আপনি এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন। অনেকে মুভি ডাউনলোড সাইট নিয়েও কাজ করে আপনি চাইলে সেটাও করতে পারেন কারণ এই সাইটগুলোতে অনেক ট্রাফিক পাওয়া যায় এবং সারা পৃথিবী থেকে ট্রাফিক পাওয়া যায়।
তবে আপনারা যদি এডসেন্স টার্গেট করে কাজ শুরু করেন তাহলে অবশ্যই এই কাজগুলো করা যাবে না। আপনি কখনোই ২ নম্বর কোন কাজ করে এডসেন্স পাবেন না কিন্তু এরকম নেটওয়ার্কগুলোতে খুব সহজে এপ্রুভাল পেয়ে যাবেন।
Adsterra থেকে পেমেন্ট নেওয়ার উপায়।
এই এক নেটওয়ার্ক থেকে পেমেন্ট তোলার জন্য অনেকগুলো অপশন রয়েছে। আপনি পৃথিবীর যে দেশেই বসবাস করেন না কেন আপনি পেমেন্ট তোলার জন্য কোন না কোন একটা অপশন পেয়ে যাবে। কিছু পেমেন্ট মেথড রয়েছে যেগুলো ব্যবহার করতে আপনার একাউন্টে ভেরিফাই করার প্রয়োজন পড়ে না। তবে কিছু নির্দিষ্ট পেমেন্ট মেথড হয়েছে যেগুলো ব্যবহার করতে হলে অবশ্যই আপনার একাউন্টটা ভেরিফাই করতে হবে।
আপনি বাংলাদেশ থেকে ওয়েব মানির মাধ্যমে কিংবা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। এছাড়াও ক্রিপ্টো কারেন্সি ব্যবহার করেও পেমেন্ট নেওয়া যায়। আপনি প্রত্যেক দুই সপ্তাহের মধ্যে একবার করে পেমেন্ট নিতে পারবেন। এই ওয়েবসাইট থেকে পেমেন্ট নিতে হলে আপনার ১০০ ডলার হতে হবে এরকম কোন বাধ্যবাধকতা নেই। বিভিন্ন পেমেন্ট মেথড অনুযায়ী আপনি পাঁচ ডলার থেকে শুরু করে ১০০০ ডলার পর্যন্ত পেমেন্ট নিতে পারবেন। আপনি পেমেন্ট মেথড টা একটু ভিজিট করলে আরো বিস্তারিত দেখতে পাবেন।
যারা এই এড নেটওয়ার্ক থেকে ইনকাম করতে চান তারা আরো ভালো করে কাজ শিখে কয়েকদিন কাজ করে দেখতে পারেন। তবে প্রথম এই যে ইনকাম হয়ে যাবে এমন কোন কথা না। আপনাকে লেগে থাকতে হবে তাহলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। এখানে ভালো করে কাজ করলে অনেক টাকা ইনকাম করতে পারবেন। ধন্যবাদ সবাইকে
Read More: মোবাইল দিয়ে টাকা আয় বিকাশে পেমেন্ট।
Keyword: bd ad network, push notification ad network, adsense alternatives, google ad network sites, adsense alternatives, blogger best ad network, linkedin ad network, adsense alternatives, google ad network logo,adsense alternatives, google ad network partners, what is google ad network, facebook ad network, ব্লগিং করে ইনকাম, adsense alternatives, adsense alternatives, adsense alternatives for blogspot,
Ami kaj korte chai